মহারাষ্ট্রের সাবেক মন্ত্রীর ছেলেকে নিয়ে ব্যাংককগামী ফ্লাইটে মাঝ আকাশে নাটকীয় পরিস্থিতি

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রীর ছেলেকে নিয়ে ব্যাংককগামী ফ্লাইটে মাঝ আকাশে নাটকীয় পরিস্থিতি

ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী তানাজি সাওয়ান্তের ছেলে ঋষিরাজ সাওয়ান্ত ও তাঁর দুই বন্ধু একটি চার্টার্ড ফ্লাইটে করে পুনে থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে যাত্রা করেছিলেন। তবে মাঝ আকাশেই পাইলটরা নির্দেশ পান উড়োজাহাজটি পুনেতে ফিরিয়ে আনার। শুরুতে তাঁরা বার্তাটি ভুয়া মনে করলেও পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করে যে এটি সত্য। ফলে ফ্লাইটটি পুনেতে ফিরে আসে।

সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার একজন নির্বাহী জানান, ঘটনাটি ঘটেছে গত সোমবার। ৩২ বছর বয়সী ঋষিরাজ ও তাঁর দুই বন্ধুকে বহনকারী উড়োজাহাজটি রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পুনে বিমানবন্দরে অবতরণ করে।

পুনে পুলিশের কাছে বিকেল চারটার দিকে একটি অজ্ঞাত ফোনকল আসে, যেখানে দাবি করা হয় যে ঋষিরাজ সাওয়ান্ত অপহৃত হয়েছেন। খবরটি পেয়ে তাঁর বাবা তানাজি সাওয়ান্ত পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতেই ঋষিরাজকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঋষিরাজ ও তাঁর বন্ধুরা পুলিশকে জানান, তাঁরা গোপনে ব্যবসায়িক কাজে থাইল্যান্ড যাচ্ছিলেন, যা পরিবারের সদস্যরা জানতেন না।

উড়োজাহাজ সংস্থার নির্বাহী জানান, মাঝ আকাশ থেকে ফ্লাইট ফিরিয়ে আনার ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) তাঁদের প্রশংসা করেছে। সাধারণত জরুরি চিকিৎসা বা কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করা হয়, তবে ফৌজদারি মামলার কারণে এ ধরনের ঘটনা এই প্রথম ঘটল।

ফ্লাইটটি যখন পুনেতে ফিরতে বলা হয়, তখন এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের আকাশে ছিল। যাত্রীদের বিভ্রান্তি এড়াতে উড়োজাহাজের স্ক্রিন বন্ধ রাখা হয়, ফলে তাঁরা বুঝতেই পারেননি যে বিমানটি পুনেতে ফিরছে।

Leave a Reply

Your email address will not be published.