মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য পাচারের কারনে রুশ নাগরিকের ১৭ বছর জেল

মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য পাচারের কারনে রুশ নাগরিকের ১৭ বছর জেল

আন্তজার্তিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে তথ্য পাচারে সহায়তা করায় দিমিত্রি আরকাদিয়েভিচ শত্রেসভ (৪০) নামে এক রাশিয়ান নাগরিককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কিছু জানায়নি। তবে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে (এফএসবি) উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি জানায়, মস্কোর সিটি কোর্ট দিমিত্রি আরকাদিয়েভিচকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করে। তিনি রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গ করে মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য সরবরাহ করেন।  

অন্যদিকে, অভিযুক্ত শত্রেসভের আইনজীবীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দিতে অস্বীকার করেন বলে জানিয়েছে তাস।

মস্কোর আদালতের প্রেস সার্ভিস শত্রেসভের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। তাসের প্রতিবেদন অনুযায়ী, মালামাল পরিবহনের কাজে নিয়োজিত দিমিত্রি আরকাদিয়েভিচ রাজধানী মস্কোর বাইরের একটি শহরে থাকতেন।

রাশিয়ার আইনজীবীদের সংগঠন পারভি ওটডেলের হিসাবে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার অন্তত ৭৯২ জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published.