মা নায়িকা, সন্তান কী ভাববে – বর্ষার মন্তব্যে দীপার প্রতিক্রিয়া

মা নায়িকা, সন্তান কী ভাববে – বর্ষার মন্তব্যে দীপার প্রতিক্রিয়া

ওমরাহ ফেরত বর্ষার সিদ্ধান্তে প্রতিক্রিয়া দিলেন দীপা

দিন কয়েক আগে ওমরাহ পালন করে এসে ঢাকাই চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ঘোষণা দেন, তিনি আর সিনেমায় কাজ করবেন না। এর পেছনে বিভিন্ন কারণ উল্লেখ করেন তিনি, যার মধ্যে অন্যতম ছিল তার সন্তানের ভবিষ্যৎ চিন্তা।

বর্ষার মতে, তার সন্তানরা যখন বড় হবে, তখন তারা যদি তাকে নায়িকা হিসেবে দেখে, সেটি কীভাবে নেবে—এই ভাবনা থেকেই তিনি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এ মন্তব্য দেশের শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে সহশিল্পীদের মধ্যে।

এ প্রসঙ্গে অভিনেত্রী দীপা খন্দকার এক ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি সামাজিক মাধ্যমে বর্ষার সিদ্ধান্তের খবর শেয়ার করে লিখেছেন, “সেটি বরং অনেক গর্বের বিষয় হবে, যদি তোমার সন্তানরা তোমাকে চিত্রনায়িকা হিসেবে দেখে।”

প্রসঙ্গত, দীপা খন্দকার নিজেও একজন মা এবং তার সন্তানরা বড় হচ্ছে। তাই বর্ষার এমন মন্তব্যের প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে বর্ষা বলেছিলেন, “কয়েক বছর পর বড় ছেলের বয়স ১৪-১৫ হয়ে যাবে। তখন সে যদি দেখে তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই আমি সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published.