মুক্তির তারিখ পিছিয়ে গেল

মুক্তির তারিখ পিছিয়ে গেল

মুক্তির তারিখ পিছিয়ে গেছে জেনিফার লরেন্সের নতুন সিনেমা ‘ডাই, মাই লাভ’

মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স অভিনয় নিয়ে সারাবছরই ব্যস্ত থাকেন, তবে অনেক দিন ধরেই বড় পর্দায় দেখা যায়নি তাকে। তার সর্বশেষ সিনেমা ছিল ‘নো হার্ড ফিলিংস’, যা ২০২৩ সালে মুক্তি পায়। এ বছরের এপ্রিল মাসে তার নতুন সিনেমা ‘ডাই, মাই লাভ’ মুক্তির কথা ছিল, তবে সেই মুক্তির তারিখও পিছিয়ে গেছে।

‘ডাই, মাই লাভ’ পরিচালনা করেছেন স্কটিশ নির্মাতা লেন রামসি। সিনেমায় লরেন্স এক নারীর (তার চরিত্র) প্রেম এবং পাগলামি নিয়ে নিমজ্জিত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। সিনেমায় তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, আর তার প্রেমিকের ভূমিকায় রয়েছেন স্ট্যানফিল্ড। এছাড়া সিনেমায় সিসি স্পেসেক, নিক নল্টে সহ আরও অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন।

এখন পর্যন্ত সিনেমার মুক্তির নতুন তারিখ প্রকাশ করেননি নির্মাতারা। জেনিফার লরেন্স ‘হাঙ্গার গেমস’ সিনেমায় অভিনয় করে মাত্র ২২ বছর বয়সে তারকা খ্যাতি অর্জন করেন, এবং পরবর্তীতে বহু হিট সিনেমা উপহার দিয়ে হলিউডে শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে নিজের জায়গা শক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.