মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ১০টি গাড়ি দুর্ঘটনা: ১জন নিহত

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ১০টি গাড়ি দুর্ঘটনা: ১জন নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আজ রোববার সকালে চারটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ১০টি গাড়ির সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ সব দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘন কুয়াশায় পথ না দেখতে পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে।

নিহত ব্যক্তি হলেন বাসচালক মো. ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম জাকির হোসেন (৩২)। তিনি নোয়াখালীর বাসিন্দা। তিনি বাসের চালকের সহকারী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.