মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)।

স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টা ৩২ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পটি মেক্সিকোর মিচোয়াকান উপকূলের কাছে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ৯১ কিলোমিটার (৫৬.৫৪ মাইল) গভীরতায়।

মেক্সিকোর টেকোম্যানের কোলিমা থেকে ৩৮ মাইল দূরে মানজানিলোতে ‘খুব শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্প’ আঘাত হানে বলে ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে বলা হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে মেক্সিকোর প্যাসিফিক উপকূলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এতে দেশটির হাজার হাজার মানুষ মারা যান। বিশেষ করে কেন্দ্র ও দক্ষিণ মেক্সিকোতে।

এরপর ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৩৬৯ জন মারা যান। তাদের মধ্যে অধিকাংশ ছিল রাজধানীর। সূত্র: ডেইলি এক্সপ্রেস ও এএফপি

Leave a Reply

Your email address will not be published.