ক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর লেবাননে ইরানি উড়োজাহাজের অবতরণ নিষিদ্ধ
রাজধানী বৈরুতে ইরানি উড়োজাহাজের অবতরণের অনুমতি দেয়নি লেবানন। গত সপ্তাহে অন্তত দুটি এমন ঘটনা ঘটেছে।
নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, যদি বৈরুতে ইরানি উড়োজাহাজ নামতে দেওয়া হয়, তাহলে ইসরায়েল সেটিকে ভূপাতিত করতে পারে। এরপরই লেবানন এ সিদ্ধান্ত নেয় বলে শনিবার এএফপিকে জানায় ওই সূত্র।
সূত্রটি জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, যখন লেবাননের কর্তৃপক্ষ ইরানকে বার্তা পাঠিয়ে জানায়, বৈরুতগামী নির্দিষ্ট একটি উড়োজাহাজ যেন উড্ডয়ন না করে।
ইসরায়েলের হুমকি ও যুক্তরাষ্ট্রের বার্তা
ইসরায়েল লেবানন সরকারকে যুক্তরাষ্ট্রের মাধ্যমে সতর্ক করে জানায়, ‘যদি ইরানি কোনো উড়োজাহাজ নামতে দেওয়া হয়, তাহলে বৈরুতের বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানো হবে।’ যুক্তরাষ্ট্রও জানায়, ইসরায়েল এই হুমকিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।
লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পরামর্শের পর দেশটির সরকারি কর্ম ও পরিবহন মন্ত্রণালয় উড়োজাহাজের অবতরণ নিষিদ্ধ করে। উড্ডয়নের আগেই এই বার্তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়।
হিজবুল্লাহর বিক্ষোভ ও ইরানের প্রতিক্রিয়া
শুক্রবার আরেকটি ইরানি উড়োজাহাজ বৈরুতগামী হওয়ার আগেই আটকে দেওয়া হয়। এরপর ইরান-সমর্থিত হিজবুল্লাহর সমর্থকেরা লেবাননে বিক্ষোভ করে এবং রাজধানীর একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তা অবরোধ করে।
ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ইরান থেকে অস্ত্র আনতে হিজবুল্লাহ বৈরুত বিমানবন্দর ব্যবহার করছে। তবে হিজবুল্লাহ ও লেবাননের সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা দুই মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটায়।
Leave a Reply