রাজনৈতিক সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠকে বক্তাদের শঙ্কা ও পরামর্শ
ঢাকায় অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, রাজনৈতিক দলগুলো যতই ভালো প্রতিশ্রুতি দিক, ক্ষমতায় গেলে সেগুলো বদলে যেতে পারে—এমন শঙ্কা থেকেই যায়। এ জন্য সবাইকে সংস্কারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এ বৈঠকের শিরোনাম ছিল, “সংস্কার কমিশনের অগ্রাধিকারভিত্তিক প্রতিবেদন পেশ: তারপর কী?”। আজ সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংস্কারের গুরুত্ব
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, মানবতাবিরোধী, অর্থনৈতিক, ও ফৌজদারি অপরাধীদের ন্যায়বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তিনি সতর্ক করেন, যেন স্বৈরাচারী শাসন আবার ফিরে না আসে। এ জন্য গভীর সংস্কার দরকার এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর সম্ভাবনা নেই। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।
‘না’ ভোট ও ইভিএম প্রসঙ্গ
বদিউল আলম জানান, ইভিএমের ব্যবহার না করা এবং ‘না’ ভোট ফিরিয়ে আনা নিয়ে কারও আপত্তি নেই। তাঁরা এ সংক্রান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচন ও পদ্ধতির পরিবর্তন
স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ প্রস্তাব করেন, চেয়ারম্যান বা মেয়র পদে সরাসরি নির্বাচন না করে সংসদীয় পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। নির্বাচিত সদস্যরা পরে নিজেদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান বা মেয়র নির্বাচন করবেন।
লিখিত প্রস্তাবনা
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার লিখিত প্রবন্ধে উল্লেখ করেন, কোন সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার এবং কোনগুলো নির্বাচিত সরকার করবে তা নির্ধারণ করা জরুরি। তিনি প্রস্তাব করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জাতীয় সনদ বা সমঝোতা স্মারক স্বাক্ষর করা উচিত, যাতে ক্ষমতায় আসা দলগুলো সংস্কারের উদ্যোগ নিতে বাধ্য হয় এবং বিরোধী দলগুলোও তাতে সমর্থন জানায়।
সচেতনতার আহ্বান
সাবেক সচিব আব্দুল আউয়াল মজুমদার বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আইন ও সংস্কার কোনো ফল বয়ে আনবে না। তিনি শঙ্কা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে আবার আগের মতো আচরণ করতে পারে।
এ বৈঠকে বক্তারা ঐকমত্যে পৌঁছান যে, জনগণের সচেতনতা ও সংস্কারের দাবিকে জোরদার করতে হবে, যাতে ভবিষ্যৎ সরকারগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।
Leave a Reply