রাজশাহীতে নারী চিকিৎসককে বাসা থেকে অপহরণ, বাবাকে রাস্তায় ফেলে পালাল দুর্বৃত্তরা

রাজশাহীতে নারী চিকিৎসককে বাসা থেকে অপহরণ, বাবাকে রাস্তায় ফেলে পালাল দুর্বৃত্তরা

রাজশাহী নগরের এক বাসা থেকে এক নারী চিকিৎসককে অপহরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে অপহরণকারীরা তাঁর বাবাকেও তুলে নিয়ে যান। পরে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মহাসড়কের পাশে চিকিৎসকের বাবাকে ফেলে রেখে চলে যান তারা। বর্তমানে তিনি সলঙ্গা থানায় পুলিশের হেফাজতে আছেন। এই ঘটনার সময় অপহরণকারীরা চিকিৎসকের মাকে গুরুতর আহত করেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপহৃত চিকিৎসক সম্প্রতি রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) সম্পন্ন করেছেন। তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

চিকিৎসকের মা জানান, ভোরে ফজরের নামাজের সময় তাঁর স্বামী মসজিদে যান। কিছুক্ষণ পর তালা খোলার শব্দ শুনে তিনি এগিয়ে যান এবং দেখেন যে অপহরণকারীরা তাঁর স্বামীকে জিম্মি করে ঘরে প্রবেশ করেছে। এ সময় তাঁরা তাঁকে আঘাত করে এবং গলা চেপে ধরে। পরে অপহরণকারীরা তাঁর মেয়ে ও স্বামীকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। চিকিৎসকের বাবা জানান, অপহরণের সময় তাঁর মুখ বেঁধে ইনজেকশন দেওয়া হয়। পরে চেতনা ফিরে এলে তিনি নিজেকে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চিকিৎসকের মায়ের মতে, এখনো মেয়ের কোনো খোঁজ মেলেনি। তিনি কাতর স্বরে বলেন, “আমার মেয়েটাকে ফিরিয়ে দিন।”

সলঙ্গা থানার ডিউটি অফিসার জানান, উদ্ধার হওয়া ব্যক্তি (চিকিৎসকের বাবা) বর্তমানে তাঁর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় কোনো আটক বা সন্ধান এখনো পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.