লিবিয়ায় আটকা পড়া ১৬১ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়।
বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় আইওএম ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইট (UZ222) বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ২৬ মার্চ আরেকটি ফ্লাইটে আরও ১৬০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন।
এর আগে, ১৩ মার্চ বুরাক এয়ারের আরেকটি ফ্লাইটে ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের প্রত্যাবাসনেও বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম সহায়তা করেছে।
Leave a Reply