লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের তুমুল বোমাবর্ষণ 

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের তুমুল বোমাবর্ষণ 

আন্তজার্তিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক আকারে বোমাহামলার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) সকালে দক্ষিণাঞ্চলীয় শহর কাফারে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আশেপাশের শহরগুলোতেও কম্পন অনুভূত হয়েছে।

এনএনএ’র পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী কিয়াম শহরেও ভারী ও মাঝারি মেশিনগান দিয়ে অভিযান চালাচ্ছে। 

এনএনএ’র বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, লেবাননের জানতার উপকণ্ঠে, পূর্বাঞ্চলীয় বালবেকে এবং দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ের কাছে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। 

এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

গত বছরের নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধবিরতি মেয়াদ আগামী ২৬ জানুয়ারি। তবে তার দুই সপ্তাহ আগেই লেবাননে ব্যাপক হামলা চালালো ইসরায়েলি বাহিনী। তবে এর আগেও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। সূত্র : সিএনএন

Leave a Reply

Your email address will not be published.