শাকিব মেগাস্টার, তাকে নিয়ে বলার ধৃষ্টতা নেই : যীশু

শাকিব মেগাস্টার, তাকে নিয়ে বলার ধৃষ্টতা নেই : যীশু

টলিউড ও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই দাপটের সঙ্গে অভিনয় করছেন তিনি। শুধু তাই নয়, দক্ষিণী সিনেমাতেও তার উপস্থিতি নজর কেড়েছে।

এই গুণী অভিনেতা এবার জুটি বাঁধলেন এপার বাংলার মেগাস্টার শাকিব খানের সঙ্গে। শাকিবের নতুন সিনেমা বরবাদ-এ অভিনয় করেছেন তিনি। সিনেমায় দুই তারকার লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যীশু জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল। সেখানে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই টলিউড অভিনেতা।

শাকিব খানকে নিয়ে যীশু বলেন, “তার সম্পর্কে কিছু বলার ধৃষ্টতা আমার নেই। তিনি বাংলাদেশের মেগাস্টার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষ হিসেবেও তিনি অসাধারণ, আর সহশিল্পী হিসেবে ভীষণ মেধাবী। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে কাজ করে মনে হয়েছে, একজন দারুণ মানুষের সঙ্গে আলাপ হলো।”

এদিকে, নির্মাতা হৃদয় জানিয়েছেন, বরবাদ হবে ভায়োলেন্সভিত্তিক সিনেমা। টিজারেও সেই ঝলক পাওয়া গেছে। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওতে শাকিব খানকে দেখা গেছে ভয়ংকর এক চরিত্রে—ড্রাগ নিচ্ছেন, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শত্রুপক্ষের লোকদের একের পর এক হত্যা করছেন। রক্ত ছিটকে এসে লেগেছে তার মুখে। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে সংলাপ— “এখনই এই অবস্থা হলে ওর ভবিষ্যৎ কী?”

এরপরই শাকিবের কণ্ঠে শোনা যায়, “আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি—নিতু শুধুই আমার। নিতুকে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ কইরা দিতে পারি।”

টিজারের একপর্যায়ে প্রবেশ ঘটে যীশু সেনগুপ্তের। বিধ্বস্ত জেলখানায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা মৃতদেহের মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি! এতে বোঝা যায়, বরবাদ-এ তিনি এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, যার মুখোমুখি হবেন ভয়ংকর শাকিব খান।

টিজারের শেষ দৃশ্যে দেখা যায়, ব্যান্ডেজ বাঁধা হাতে রাইফেল হাতে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন শাকিব খান। মুখভর্তি দাঁড়ি, মাথা ও মুখে ক্ষতচিহ্ন—সব মিলিয়ে এক নতুন রূপে হাজির হচ্ছেন তিনি।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল, যিনি এর আগে প্রিয়তমা সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন। বরবাদ-এ তিনি নিতু চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগরসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published.