শ্রীপুরে বৃদ্ধের হাত-পা বেঁধে ঘরে ঢুকে ডাকাতির অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে এক বৃদ্ধের ঘরে ঢুকে হাত-পা বেঁধে ডাকাতি করার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিরিশগুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বাদল মিয়ার অভিযোগ, ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকা এবং মূল্যবান অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে গেছে।
বাদল মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন জানান, রাত আড়াইটার দিকে একদল ডাকাত রান্নাঘরের বেড়া ভেঙে তাদের বসতবাড়িতে ঢুকে পড়ে। এরপর কৌশলে বাইরে থেকে বাবার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকে বাদল মিয়ার হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে তাঁকে চিৎকার করতে নিষেধ করে। এরপর তারা ঘরের স্বর্ণালংকার, টাকা-পয়সা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চলে যায়।
বিল্লাল হোসেন আরও জানান, লুটপাটের শব্দে পাশের কক্ষে থাকা তাঁর ছোট বোন বিষয়টি বুঝতে পারেন এবং দ্রুত আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ফোন করে ঘটনা জানান। এ সময় ডাকাত দল অন্য একটি কক্ষের দরজা ভাঙার চেষ্টা করলেও প্রতিবেশীরা হইচই শুরু করলে তারা পালিয়ে যায়। ডাকাত দলের অন্তত পাঁচ সদস্য ছিল, যার মধ্যে তিনজন মুখে কাপড় বাঁধা ছিল। তারা দেশীয় অস্ত্র, দা, ছুরি, লোহার রড ও দরজা খোলার যন্ত্রপাতি সঙ্গে নিয়ে এসেছিল।
আজ সকাল ১০টায় শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামীম প্রথম আলোকে বলেন, “এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
Leave a Reply