“সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের জন্য প্রণীত হচ্ছে নতুন নীতিমালা”

“সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের জন্য প্রণীত হচ্ছে নতুন নীতিমালা”

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন নীতিমালায়, কোনও ঠিকাদারী প্রতিষ্ঠান চাইলেই একজন কর্মীকে কাজ থেকে বাদ দিতে পারবে না।

শুক্রবার (২১ মার্চ) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতাদি যথাসময়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়ার কারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে এককালীন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ গ্রহণের অভিযোগ ছিল ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এছাড়া, নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করানো হলেও তাদের পারিশ্রমিক দেওয়া হতো না, আর কর্মীদের মূল বেতনও যথাযথভাবে প্রদান করা হত না। এই বিষয়গুলো আমলে নিয়ে নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে।

নতুন নীতিমালায়, এখন থেকে কোনও ঠিকাদার চাইলেই একজন কর্মীকে বাদ দিতে পারবে না। বেতন ব্যবস্থায় সচ্ছতা আনতে কর্মীদের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে, ধীরে ধীরে এই নিরাপত্তা ব্যবস্থা সারাদেশের আউটসোর্সিং কর্মীদের জন্য কার্যকর করা হবে, যাতে ঠিকাদাররা হঠাৎ করে কর্মীদের বাদ দিতে না পারে।

Leave a Reply

Your email address will not be published.