বন্যায় বিধ্বস্ত সড়কে দুর্ভোগ বাড়ছে
গত বছরের জুলাই-আগস্টের বন্যায় নোয়াখালীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ২০০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। বন্যার পর থেকে সড়কগুলোর সংস্কারে ধীরগতির কারণে যানবাহন ও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
ক্ষতির পরিমাণ ও সংস্কারের অগ্রগতি
বন্যায় সৃষ্ট ক্ষতির জন্য ২০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হলেও এখন পর্যন্ত পাওয়া গেছে প্রায় ১৬ কোটি টাকা। সওজ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, ইতোমধ্যে কিছু সড়কের সংস্কার শেষ হয়েছে এবং বাকিগুলোর দরপত্র আহ্বান ও কাজ চলমান রয়েছে।
বন্যার প্রভাব ও জনদুর্ভোগ
সেনবাগ-সোনাইমুড়ী সড়ক ও সোনাপুর-কোম্পানীগঞ্জ-জোরালগঞ্জ সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ ও পিচঢালাই উঠে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলছে। পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী যানবাহন চালকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, দ্রুত সংস্কার না হওয়ায় সড়কগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে।
স্থানীয়দের মতামত
সড়কের খারাপ অবস্থায় যাতায়াতরত কোহিনুর আক্তার বলেন, “প্রতিদিন গাড়ির ঝাঁকুনিতে অবস্থা কাহিল হয়ে যায়। তবুও বাধ্য হয়ে চলতে হয়।” চালক মো. জসিমের মতে, সড়কগুলো দ্রুত সংস্কার করা গেলে এই দুর্ভোগ এড়ানো যেত।
Leave a Reply