গাজীপুরে গত শুক্রবার রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আজ শনিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান শুরু করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর বিষয়ে বিস্তারিত জানানো হবে আগামী রোববার সংবাদ সম্মেলনে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র-জনতা গুরুতর আহত হয়েছেন।
Leave a Reply