নীলফামারীর সৈয়দপুরসহ উত্তরের জনপদে নতুন বছরের প্রথম দিন থেকেই শীতের প্রকোপ বেড়েছে। রাতের ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ, সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলতে বাধ্য হচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা মাত্র ২০০ মিটারে নেমে আসায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে কোনো ফ্লাইট বাতিল হয়নি, এবং দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
সকালে সৈয়দপুর আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। শীত ও কুয়াশার কারণে শ্রমজীবী নিম্নআয়ের মানুষ, বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা বিপাকে পড়েছেন। স্থানীয়রা খড়কুটা জ্বালিয়ে উষ্ণতা অনুভবের চেষ্টা করছেন।
রিকশাচালক জাফর আলী বলেন, “ঠান্ডার কারণে কাজ করা কঠিন হয়ে পড়েছে। পৌরসভার থেকে কোনো সাহায্যও পাচ্ছি না।”
সৈয়দপুর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ওয়াসিমুল বারী জয় জানিয়েছেন, শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধদের ভিড় বাড়ছে। সর্দি, কাশি ও জ্বরের মতো সমস্যা নিয়ে অনেকে হাসপাতালে আসছেন।
Leave a Reply