সোনা পাচার মামলায় কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের গ্রেপ্তার নিয়ে তুমুল চর্চার মাঝে বিতর্কিত মন্তব্য করে বিপাকে কর্নাটকের বিজাপুরের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াৎনাল। তার মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
বিজেপি বিধায়ক রানিয়া রাও সম্পর্কে বলেন, “তিনি শরীরের প্রতিটি ছিদ্রে সোনা লুকিয়ে পাচার করছিলেন।”
এছাড়া, পাতিল দাবি করেন, সোনা পাচারের সঙ্গে কয়েকজন মন্ত্রী জড়িত রয়েছেন এবং বিধানসভায় তাদের নাম প্রকাশ করবেন। তিনি বলেন, “আমার কাছে সমস্ত তথ্য আছে— কোথা থেকে সোনা কেনা হয়েছিল, কোথায় লুকানো হয়েছিল, কীভাবে পাচার করা হচ্ছিল, কারা সাহায্য করেছে, এবং তাদের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক কী।”
তবে বিধায়কের বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তার বিরুদ্ধে সরব হয়েছেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন।
রানিয়া রাওয়ের গ্রেপ্তার ও তদন্ত
গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানিয়া রাও। তার বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লাখ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা, যার কোনও বৈধ রসিদ দেখাতে পারেননি তিনি।
দুবাইয়ের শুল্ক দপ্তর জানায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনে জেনেভায় যাওয়ার কথা বলেছিলেন, তবে পরে ভারতেই ফিরে আসেন। বারবার দুবাই সফরের ভিত্তিতে তদন্তকারীরা নিশ্চিত হন, তিনি সোনা পাচারের সঙ্গে জড়িত।
তদন্তকারীদের অভিযোগ, রানিয়া রাও তদন্তে সহযোগিতা করছেন না। বরং তিনি অভিযোগ করেছেন যে, তাকে মারধর করা হয়েছে এবং জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করানো হয়েছে।
Leave a Reply