স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত : এরিক গার্সেটি

স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত : এরিক গার্সেটি

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। শুক্রবার ভারতের কলকাতায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন এরিক।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, এরিক গার্সেটি বলেন, ‘বিদায়ী বাইডেন এবং আগত ট্রাম্প প্রশাসন উভয়ই বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষার গুরুত্ব ব্যক্ত করেছে। গত সপ্তাহে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে বসেন। এতে আলোচনার প্রধান বিষয় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। কীভাবে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করা যায়, কীভাবে নির্বাচন আয়োজন সহজ হয় এবং মানুষকে কীভাবে রক্ষা করা যেতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়।’ 

গার্সেটি জানান, যে কোনো রাজনৈতিক পালাবদলই কঠিন এবং তা সব সময় ভালো হবে এমনটা নয়। বিশ্ব সম্প্রদায় তা গ্রহণ করলে বিষয়টি ইতিবাচক হতে পারে। তাছাড়া যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশিই মিল রয়েছে।

গত ৩১ অক্টোবর এক্স বার্তায় ট্রাম্প বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা করে বলেন, তার নজরদারিতে বাংলাদেশে কখনই এমনটি ঘটত না। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published.