স্পাইডার ম্যানের আতঙ্ক!

স্পাইডার ম্যানের আতঙ্ক!

স্পাইডার ম্যান ৪-এর মুক্তি পেছালো, কারণ নোলানের দ্য ওডিসি!

আগামী বছরের ২৪ জুলাই মুক্তির কথা ছিল স্পাইডার ম্যান ৪-এর। সব প্রস্তুতিও নিচ্ছিল মার্ভেল স্টুডিওজ। তবে হঠাৎই মুক্তি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পাইডার ম্যান সিরিজে এমন ঘটনা আগে ঘটেনি। এর মূল কারণ ক্রিস্টোফার নোলানের পরবর্তী সিনেমা দ্য ওডিসি।

সম্প্রতি দ্য ওডিসির ফার্স্ট লুক প্রকাশ করেছে ইউনিভার্সাল পিকচার্স। সিনেমার প্রধান অভিনেতা ম্যাট ডেমন এক্স-এ পোস্ট দিয়ে জানিয়েছেন, এটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই। ঠিক তখনই নড়েচড়ে বসে মার্ভেল স্টুডিওজ।

আলোচনার বিষয় আরও একটি— দুটি সিনেমাতেই অভিনয় করেছেন টম হল্যান্ড। দুটোই বিশাল বাজেটের ব্লকবাস্টার সম্ভাবনাময় সিনেমা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, প্রথম দিনের আয় থেকে বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন—সব ক্ষেত্রেই প্রতিযোগিতা হতে পারে দুই ছবির মধ্যে। যদি এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পায়, তাহলে ব্যবসায়িকভাবে ক্ষতির ঝুঁকি থাকছে উভয়ের জন্য।

আরেকটি বড় কারণ আইম্যাক্স। এই প্রিমিয়াম ফরম্যাটে সিনেমা মুক্তি পেতে হলে নির্দিষ্ট সময়ের একচেটিয়া সুবিধা দরকার হয়। নোলানের সঙ্গে আইম্যাক্সের দীর্ঘদিনের বন্ধুত্ব ও ব্যবসায়িক সম্পর্ক থাকায় তার ছবির মুক্তির সময় এটি পুরোপুরি ব্যস্ত থাকবে। স্পাইডার ম্যান ৪-ও বড় পরিসরে আইম্যাক্সে মুক্তি দিতে চায়। তাই সময় পিছিয়ে নেওয়া হয়েছে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে মিশন ইম্পসিবল: ডেড রেকোনিং পার্ট ওয়ান এবং ওপেনহাইমার একই মাসে মুক্তি পেয়ে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়ে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার ঝুঁকি নিতে চায়নি মার্ভেল। তাই স্পাইডার ম্যান ৪-এর মুক্তি এক সপ্তাহ পিছিয়ে ৩১ জুলাই নির্ধারণ করা হয়েছে।

তবে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ায় অনেক দর্শক মজার মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, “ভয় পেয়েছে স্পাইডার ম্যান!”

Leave a Reply

Your email address will not be published.