আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর ‘জংলি’, প্রচারণায় লুঙ্গি পরে নায়িকা দিলেন নতুন বার্তা
ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু সিনেমার মধ্যে অন্যতম চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলীর ‘জংলি’। এবারের ঈদে এম রাহিম পরিচালিত এই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এই জুটি।
সিনেমার মুক্তির আগেই প্রচারণায় যোগ দিয়েছে ‘জংলি’ টিম। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির প্রচারণা করলেন বুবলী। ফেসবুকে লুঙ্গি পরা কিছু ছবি পোস্ট করে বুবলী লিখেন, “হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে কেমন হবে?”
বুবলীর এমন প্রচারণা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। কেউ ধারণা করছেন, সিনেমায় বুবলী সাহসী চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার পোশাকও এইভাবে থাকতে পারে।
এর আগে ‘টান’ সিনেমায় একসাথে কাজ করেছেন সিয়াম এবং বুবলী। এবার বড় পর্দায় জুটি হিসেবে হাজির হতে চলেছেন তারা।
সিনেমা সম্পর্কে বুবলী বলেন, “আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ, এবং আমি নিশ্চিত দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পাওয়া গেছে, সেটাই ধরে রাখুক। আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ‘জংলি’ সিনেমার গল্প ও প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।”
এছাড়াও, সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীঘি। টিজারে দীঘি এবং সিয়ামের লুক ও অ্যাকশনের প্রশংসা করেছেন ভক্তরা।
সিয়াম বলেন, “অভিনেতাদের জীবনে কিছু চরিত্র আসে, যেগুলোর জন্য তারা নিজের সর্বস্ব দিতে প্রস্তুত থাকে। ‘জংলি’ তেমনই একটি চরিত্র আমার জীবনে। প্রায় সাত মাস আমি চুল-দাড়ি কাটিনি, এক বছর ধরে এই চরিত্রটিকে লালন করেছি। আশা করি, দর্শক নতুন কিছু উপভোগ করতে পারবেন।”
এবারের ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে, এবং ‘জংলি’ সিনেমা নিয়ে আশাবাদী সিনেমার সংশ্লিষ্টরা, যারা মনে করেন এটি একটি সফল সিনেমা হতে যাচ্ছে।
Leave a Reply