হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এ আর রাহমান
ভারতের অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রাহমান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৬ মার্চ) সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয় তাকে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হলে তার ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এনজিওগ্রাম করার প্রয়োজন হতে পারে।
এ আর রাহমানের এক মুখপাত্র জানান, সম্প্রতি লন্ডন থেকে ফেরার পর থেকেই তিনি অস্বস্তি বোধ করছিলেন। এজন্য রাতেই হাসপাতালে চেকআপ করাতে যান।
চিকিৎসকদের মতে, রোজা রাখার কারণে তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
এ আর রাহমান ১৯৯২ সালে তামিল ভাষার রোজা সিনেমার মাধ্যমে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। বলিউডে তার যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে রাম গোপাল ভার্মার রঙ্গীলা সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে।
ড্যানি বয়েলের স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার জন্য তিনি অস্কার, গ্র্যামি, বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন। এছাড়া ২০০০ সালে পদ্মশ্রী এবং ২০১০ সালে পদ্মভূষণ পদক লাভ করেন এই কিংবদন্তি সুরকার।
Leave a Reply