অবশেষে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা রহমত উল্লাহ খানকে খুঁজে পাওয়া গেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের একটি বাজারে তার খোঁজ মেলে।
হিমি জানান, শহরের বাজারে এক ব্যক্তি তার নানাকে দেখে ফেলে। ওই ব্যক্তি ফেসবুকে নিখোঁজের খবরটি দেখে নানাকে চিনে তার বাসায় নিয়ে যান।
এরপর ওই ব্যক্তি যোগাযোগ করলে, হিমির পরিবার সোমবার রাত ১১টার দিকে তার নানাকে সেখান থেকে নিয়ে আসে।
এর আগে সোমবার সকাল থেকে হিমির নানাকে খুঁজে না পাওয়ার পর, অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে একটি হারানো বিজ্ঞপ্তি শেয়ার করেন। দিনটি পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
তবে ফেসবুকে নিখোঁজ খবরটি দেখার পর, সর্বস্তরের মানুষ সেটি শেয়ার করেন, যার কারণে হিমি সহজেই তার নানাকে খুঁজে পেয়েছেন বলে জানান। এ জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply