১৬ মাস পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার, জানলেন যেভাবে।

১৬ মাস পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার, জানলেন যেভাবে।

অবশেষে ব্রাজিল দলে ফিরলেন নেইমার। তাঁর প্রত্যাবর্তন স্বস্তি এনে দিয়েছে ব্রাজিল দল, সমর্থক এবং খোদ নেইমারের মনেও। চোটের কারণে দীর্ঘ ১৬ মাস জাতীয় দলের বাইরে থাকায় কঠিন সময় কাটাতে হয়েছে এই তারকাকে।

গতকাল কোচ দরিভাল জুনিয়রের দল ঘোষণার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটেছে। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির বছরে নেইমারের অন্তর্ভুক্তি ব্রাজিলের জন্য বড় এক প্রেরণা।

এর আগে ৫২ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাওয়ার পর নেইমারের মূল স্কোয়াডে ফেরা অনেকটাই অনুমেয় ছিল। অপেক্ষা ছিল শুধু চূড়ান্ত ঘোষণার। আর সেই ঘোষণা শোনার জন্য উন্মুখ ছিলেন নেইমার নিজেও। গতকাল রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি তাঁর দলে ফেরার প্রতিক্রিয়া জানিয়েছেন।

টিভির সামনে বসে দল ঘোষণার মুহূর্তে নেইমার

ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, টিভির সামনে আগ্রহভরে বসে আছেন নেইমার। টিভির পর্দায় তখন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণা করছেন। ২৩ সদস্যের স্কোয়াডে নেইমারের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ভেসে যান তিনি।

এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নেইমার ক্যাপশনে লিখেছেন, ‘ফিরতে পেরে অনেক আনন্দিত।’

নেইমারের ফেরার বিষয়ে কোচ দরিভালও মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘নেইমার কী প্রতিনিধিত্ব করে, তা বলার প্রয়োজন নেই। সে তার ছন্দ ফিরে পাওয়ার পথে আছে, আমরা সেটি জানি এবং বুঝতে পারি। আমরা বিশ্বাস করি, তার দক্ষতা ও সামর্থ্য দিয়ে মাঠের যেকোনো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা তার ফেরার অপেক্ষায় ছিলাম। এটি তার জন্য প্রথম সুযোগ, যা আমরা দিতে পারছি। আশা করি, দলে ফিরে সে খুশি থাকবে। আমাদের উচিত তাকে আত্মবিশ্বাস দেওয়া, তবে একই সঙ্গে তার ওপর বাড়তি চাপ না দেওয়া।’

Leave a Reply

Your email address will not be published.