২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে: ড. ইউনূস

২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে: ড. ইউনূস

4o

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান। সকাল ১০টায় দেওয়া তাঁর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হয়।

ড. ইউনূস তাঁর ভাষণে বলেন, ‘আমি সব সময় প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজনের বিষয়ে জোর দিয়েছি। তবে, যদি রাজনৈতিক ঐকমত্যের কারণে শুধুমাত্র অল্প কিছু সংস্কার সম্পন্ন করে ভোটার তালিকা সঠিকভাবে তৈরি করা হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন সম্ভব হতে পারে। আর যদি নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে এবং জাতীয় ঐকমত্যের আলোকে প্রয়োজনীয় সংস্কারগুলো যুক্ত করা হয়, তবে এতে অন্তত আরও ছয় মাস সময় লাগতে পারে। সুতরাং, মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published.