৪ ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিল হামাস

৪ ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিল হামাস

আন্তজার্তিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস। এবার ইসরায়েলও আরও ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

শনিবার (২৫ জানুয়ারি) ফিলিস্তিনের স্থানীয় সময় বেলা ১১টার একটু পরে রেডক্রসের হাতে ইসরায়েলি ৪ নারী সেনাকে হস্তান্তর করা হয়।

যুদ্ধবিরতির প্রথম ধাপের দ্বিতীয় দফায় হামাস যে চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিয়েছে তারা হলেন—লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)।

জিম্মি মুক্তির আগে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজি) সদস্যরা গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করে এই চার ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়।

আল জাজিরার সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ওই এলাকায় সাধারণ ফিলিস্তিনিদেরও ব্যাপক সমাগম হয়েছে। হামাসের এসব যোদ্ধাদের খোঁজে ইসরায়েল টানা ১৫ মাসব্যাপী নৃশংস সামরিক অভিযান চালিয়েছে। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পর ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে হামাস। গোষ্ঠীটির সদস্যদের ভিডিও দেখে মনে হচ্ছে, ইসরায়েলি আগ্রাসনে মোটেও মনোবল হারাননি তারা। সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published.