আমির খান, বলিউডের মি. পারফেকশনিস্ট, নিজের ৬০ তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে এনেছেন। তার এই পদক্ষেপের পর থেকেই মিডিয়ায় নানা প্রশ্নের ঝড় উঠেছে। এবার অনুরাগীদের এক প্রশ্ন, “শাহরুখ কিংবা আমিরেরও তো একজন গৌরী আছে, তাহলে সালমানের গৌরী কে?”
মজার ছলে এই প্রশ্নের মুখোমুখি হন আমির খান। তার উত্তর ছিল, “তাহলে কি এখন সালমানকে তার গৌরী খুঁজে নেওয়া উচিত?” এ প্রশ্নের জবাবে আমির মজা করেই বলেন, “সালমান কী খুঁজবে আর?” অর্থাৎ তিনি ইঙ্গিত দেন, সালমানের প্রেম বা বিয়ের সম্ভাবনা খুবই কম।
এছাড়া, আমিরকে আরও প্রশ্ন করা হয়, “সালমান কি তার এবং শাহরুখের কাছ থেকে প্রেম সংক্রান্ত কোনো পরামর্শ নেন?” উত্তরে আমির বলেন, “সালমান নিশ্চয়ই সেটাই করবে, যেটা তার জন্য সঠিক হবে।”
এদিকে, গত বৃহস্পতিবার আমির এবং তার পার্টনার গৌরী স্প্র্যাটের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আসে তথ্য। পঁচিশ বছরের বন্ধুত্ব এবং তারপরে দু’বছরের সাময়িক বিচ্ছেদের পর তারা আবার একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে আমির বলেন, “আমি এমন একজনকে খুঁজছিলাম, যার সঙ্গে নিজের মধ্যে শান্তি অনুভব করতে পারব, যিনি আমাকে শান্তি দেবেন। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি যে মিডিয়ার সামনে আসাটা কেমন হতে পারে। কিন্তু আশা করছি, আপনারা সেটা বুঝবেন।”
Leave a Reply