গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা রোববার তৃতীয় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। রোববার সকাল ৯টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর ফলে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বৃহস্পতিবার প্রথমবার মহাসড়ক অবরোধ করে। শুক্রবার বিরতির পর শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় অবরোধ শুরু হয় এবং দিনভর চলার পর রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। তবে দাবিগুলো পূরণ না হওয়ায় রোববার সকাল ৯টা থেকে তারা পুনরায় মহাসড়ক অবরোধ করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন। শ্রমিকরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
Leave a Reply