সাবেক আইজিপিসহ ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে

সাবেক আইজিপিসহ ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ আটজন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, আট কর্মকর্তার মধ্যে দুজনকে আগেই গ্রেপ্তার দেখানো হয়েছে, বাকি ছয়জনকে আজ গ্রেপ্তার দেখানো হতে পারে।

জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ২৭ অক্টোবর এই মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে ২০ নভেম্বর আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.