ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা এখনও থেমে থেমে চলছে। সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছেন।

সংঘর্ষ চলাকালীন এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ধানমন্ডি জোনের পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারিক মোস্তফা জানিয়েছেন, সংঘর্ষে চারজন আহত হয়েছেন এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.