বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, মোবাইল ও ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা গাড়ি থেকে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে গেছে।
রবিবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঢাকা থেকে বান্দরবানের লামার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
কেন্দ্রীয় আহ্বায়ক ও সংগঠকের প্রতিক্রিয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনাটি উল্লেখ করে লেখেন,
“ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে আমাদের গাড়িবহরে হামলা হয়েছে। হামলাকারীরা ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে। এতে অনেকেই আহত হয়েছেন। আমরা সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”সংগঠনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও তার ফেসবুক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রতিক্রিয়া
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজী ওয়াহিদ মোরশেদ জানান, রাত ২টার দিকে মোগড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার গাড়িতে আটজন ছিলেন। বড় ধরনের কোনো আঘাত পাওয়া না গেলেও গাড়ির গ্লাস ভেঙে গেছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি ছিনতাই হিসেবে ধারণা করা হলেও, এটি হামলা নাকি ছিনতাই, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমামও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের ওই এলাকায় এমন একটি ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
December 23, 2024
Leave a Reply