সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। বাশার আল-আসাদের পতনের পর থেকে দেশটিতে পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল, যা যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ইসরায়েল সর্বশেষ লাতাকিয়া ও তারতাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তারতাসে অস্ত্র গুদামে হামলার ফলে বিস্ফোরণ ঘটে। সেখানে ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র মজুত ছিল। এ ছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাতেও হামলা হয়েছে।
লাতাকিয়া, দেইর আজোরের সেনাক্যাম্প ও সামরিক বিমানবন্দরসহ সিরিয়ার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা চালানো হয়েছে।
বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র ১২ দিনের আক্রমণে গত রোববার স্বৈরশাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন এবং রাশিয়ায় পালিয়ে যান। তার পতনের পর থেকেই ইসরায়েল সিরিয়ায় হামলার মাত্রা আরও বাড়িয়েছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, সবশেষ ৪৮ ঘণ্টায় তারা ৪৮০টিরও বেশি হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার যুদ্ধজাহাজ, বিমানঘাঁটি, সামরিক যান, অস্ত্র উৎপাদন কারখানা ও বিভিন্ন সামরিক স্থাপনা।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার ১৩টি প্রদেশে ইসরায়েলি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি বলেছেন, তিনি সিরিয়ার রাসায়নিক অস্ত্রের স্থানগুলো সুরক্ষিত করবেন এবং কুখ্যাত কারাগারগুলো বন্ধ করে দেবেন। এছাড়া বাশার আল-আসাদের নিরাপত্তা বাহিনী ভেঙে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
Leave a Reply