তাবলীগ জামাতের জোবায়েরপন্থী স্বাদপন্থীদরে উপর হামলার অভযোগ উঠেছে। এতে প্রায় ছয় জন অনুসারি গুরুত্বর আহত হন।
বৃহস্পতিবার সকালে স্বাদ অনুসারীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিআইজির সঙ্গে তাদরে র্পূব ঘোষতি ইজতেমার মাঠ বুঝে নিতে গেলে রাস্তায় তাদের এ হামলার শিকার হতে হয়।
স্বাদ অনুসারীদের মিডিয়া কো-অর্ডিনেটর মো. জাকরি হাসান কুরাইশ নিউজকে জানান, জোবায়রেপন্থীরা এ হামলা করে এবং তাদরে আহত সাথীরা বশে সংকটাপন্ন। তাদরেকে উত্তরার একটি হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিকেলে তারা টঙ্গি ইজতেমা মাঠে একটি জরুরি সংবাদ সম্মলেনের আয়োজন করে।
Leave a Reply