4o
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান বলেন, ‘হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং বহুদলীয় গণতান্ত্রিক পরিবেশ পুনর্গঠনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবেন।’
তার এই বাণী আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বাণীতে তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান, যাঁরা একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে হানাদার বাহিনীর সহযোগীরা পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংঘটিত করে, যেন স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা যায়।
তারেক রহমান বলেন, স্বাধীনতার পর অগণতান্ত্রিক শক্তি জনগণের অধিকার হরণ করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ভঙ্গ করে। এর ধারাবাহিকতায় আওয়ামী শাসন ব্যবস্থার ফ্যাসিবাদী চরিত্র বিভেদ, অনৈক্য এবং নির্যাতনের মাধ্যমে জাতির অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।
তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্রকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় পরিণত করার পরিবর্তে একদলীয় দুঃশাসনের পরিবেশ তৈরি করা হয়েছে। তাই আজ আমাদের প্রয়োজন পুনরায় ঐক্যবদ্ধ হয়ে হারিয়ে যাওয়া গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা করা।’
তারেক রহমান এই শোকাবহ দিনে জাতির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে যাই।’
Leave a Reply