রোনালদোর নতুন মিশন: সিবিএফ সভাপতি হয়ে ব্রাজিল ফুটবলকে শিখরে ফেরাতে চান
কদিন ধরেই গুঞ্জন ছিল, এবার তা সত্যি হলো। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হওয়ার দৌড়ে নেমেছেন রোনালদো নাজারিও। নিজের ইচ্ছার কথা প্রকাশের পর এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতির ঘোষণা দিলেন তিনি।
২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সিবিএফের সভাপতি পদে নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন এই ফুটবল কিংবদন্তি। প্রতিদ্বন্দ্বিতা করতে হলে চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে তার। রোনালদো সেই সমর্থন আদায়ে ব্রাজিলজুড়ে ভ্রমণের পরিকল্পনা করছেন।
বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পর রোনালদো একাধিক ক্লাবের মালিক ছিলেন। তবে বর্তমানে সবকিছু ছেড়ে তিনি ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ পদে বসার স্বপ্নে মশগুল। ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, “আমার সবচেয়ে বড় লক্ষ্য ব্রাজিলের ফুটবলকে বৈশ্বিক শ্রেষ্ঠত্বে ফিরিয়ে আনা। মানুষ আমাকে রাস্তায় থামিয়ে জাতীয় দলের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে। মাঠের ভেতরে-বাইরে কিছুই ঠিক নেই।”
রোনালদো আরও বলেন, “সাবেক ফুটবলারদের অভিজ্ঞতা এবং চিন্তা-ভাবনা আমার ম্যানেজমেন্টে বিশেষ গুরুত্ব পাবে। আমি সিবিএফকে দেশের সবচেয়ে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”
২০২৬ সালের মার্চে বর্তমান সভাপতি এনদালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে। তবে ২০২৫ সালের মার্চেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতামূলক নির্বাচনে এগিয়ে থাকতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন রোনালদো।
এর আগে জানা গিয়েছিল, নির্বাচিত হলে রোনালদো ব্রাজিলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে নিয়োগ দিতে চান। গার্দিওলাও ইঙ্গিত দিয়েছেন, তিনি ক্লাব ফুটবলের বাইরে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এখন দেখার বিষয়, রোনালদো তার লক্ষ্য পূরণ করতে পারেন কি না এবং গার্দিওলা সত্যিই রিও ডি জেনিরোর বিমানে চড়েন কি না।
Leave a Reply