১০ কর্মকর্তা ও ৬ গ্রাহককে জিম্মি করে ১৮ লাখ টাকা লুট: অভিযুক্ত তিনজন গ্রেফতার, জানাল পুলিশ

১০ কর্মকর্তা ও ৬ গ্রাহককে জিম্মি করে ১৮ লাখ টাকা লুট: অভিযুক্ত তিনজন গ্রেফতার, জানাল পুলিশ

ঢাকা জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন: কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি প্রচেষ্টার পেছনে কিডনি রোগীর চিকিৎসার অর্থ সংগ্রহের দাবি

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংক পিএলসির জিনজিরা শাখায় ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের কাছে দাবি করেছেন আত্মসমর্পণকারী এক তরুণ ও দুই কিশোর। তাঁদের দাবি, কিডনিজনিত অসুস্থতায় মৃত্যুপথযাত্রী এক রোগীর চিকিৎসার অর্থ জোগাড় করতেই এ পরিকল্পনা করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।

ডাকাতির ঘটনা
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় ব্যাংকটিতে হানা দেয় তিন ব্যক্তি। তাঁরা ১০ কর্মকর্তা ও ৬ গ্রাহককে জিম্মি করে ব্যাংকের কাউন্টার থেকে ১৫ লাখ টাকা লুট করে এবং আরও ৩ লাখ টাকা নিজেদের পকেটে রাখেন।

পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ
৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে পুলিশ সুপার আহম্মদ মুঈদের নেতৃত্বে অভিযুক্তদের আত্মসমর্পণে রাজি করানো হয়। তাঁদের কাছ থেকে লুট করা ১৮ লাখ টাকা, চারটি খেলনা পিস্তল, দুটি চাকু, একটি লোহার পাইপসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

আত্মসমর্পণকারীদের পরিচয়
ডাকাতির ঘটনায় জড়িতরা হলেন গোপালগঞ্জের লিয়ন মোল্লা ওরফে নীরব (২২) এবং কেরানীগঞ্জের ১৬ বছর বয়সী দুই কিশোর। নীরব একজন গাড়িচালক, অন্যরা শিক্ষার্থী।

পুলিশের প্রাথমিক ধারণা
এসপি মুঈদ জানান, অভিযুক্তরা হয়তো বিদেশি সিনেমা ও সিরিজ দেখে রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছে। তবে কিডনি রোগীর চিকিৎসার অর্থ সংগ্রহের দাবি এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা তদন্ত করা হচ্ছে।

আইনগত প্রক্রিয়া চলমান
ঘটনার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন, এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.