রাগে ক্যামেরা ভাঙলেন মেদভেদেভ

রাগে ক্যামেরা ভাঙলেন মেদভেদেভ

ক্রীড়া ডেস্ক : টেনিস কোর্টে রাগে-ক্ষোভে র‌্যাকেট ভাঙার ঘটনার অভাব নেই। তবে আজ অস্ট্রেলিয়ান ওপেনে একটু বেশিই রাগ দেখালেন দানিল মেদভেদেভ। রড লেভার অ্যারেনায় রুশ তারকা নিজের র‌্যাকেট তো ভেঙেছেনই, চুরমার করেছেন নেটে লাগানো ক্যামেরাও।

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ঘটনা। পঞ্চম বাছাই মেদেভেদেভ তখন বিশ্বের ৪১৮ নম্বর খেলোয়াড় কাসিদিত সামরেজের চেয়ে পিছিয়ে। মেদেভেদেভ প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট জেতেন অখ্যাত এই থাই খেলোয়াড়। প্রথমবার কোনো গ্র্যান্ড স্লাম খেলা সামরেজ যখন তৃতীয় সেট জিততে যাচ্ছেন, তখনই মেজাজ হারান অস্ট্রেলিয়ান ওপেনের তিনবারের রানার্সআপ মেদভেদেভ।

তৃতীয় সেটের শেষ গেমের ঘটনা। মেদভেদেভ পিছিয়ে ৪০-১৫ পয়েন্টে। এ সময়ে সামরেজের একটি শট নেটে লেগে গতিপথ পাল্টালে ভারসাম্য হারিয়ে ফেলেন মেদভেদেভ। কোনো মতো সেই শট ফেরালেও সামরেজের ফিরতি উইনারে পরাস্ত হন মেদভেদেভ।

এরপরই নেটের কাছে গিয়ে সর্বোচ্চ শক্তিতে র‌্যাকেট দিয়ে ক্যামেরার দিকে পাঁচবার আঘাত করেন মেদভেদেভ। এতে তাঁর র‌্যাকেট তো ভাঙেই, ক্যামেরাটাও ভেঙে যায়।

ওই গেম হেরে সেট খোয়ানোর পর মেদভেদেভ অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নেন পরের দুই সেট। ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ম্যাচটি জেতেন ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-২ গেমে।

Leave a Reply

Your email address will not be published.