নির্বাচন নিয়ে সরকারের গড়িমসি প্রশ্নবিদ্ধ: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো ‘মাস্টারপ্ল্যানের’ মধ্যে রয়েছে কি না। তিনি বলেন, “নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? আগে সংস্কার পরে নির্বাচন—এমন বক্তব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছ থেকে শোভা পায় না।”
আজ শুক্রবার রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, “জনগণ গণতন্ত্র ও অবাধ নির্বাচনের জন্য ১৬ বছর অপেক্ষা করেছে, লড়াই করেছে, জীবন উৎসর্গ করেছে। এত আত্মত্যাগের পরও নির্বাচন নিয়ে দ্বিধা ও গড়িমসি কেন? জনগণ জানতে চায়।”
সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে রিজভী বলেন, “আমরা শুনেছি, সরকারের ভেতরে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। যদি এ ধরনের খবর সত্য হয়, তবে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের প্রশ্ন ওঠা স্বাভাবিক।”
তিনি আরও অভিযোগ করেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত জরিপে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে না। “বিবিএসের সাম্প্রতিক জরিপ বলছে, আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন। কিন্তু এসব জরিপ সরকারের স্বার্থ অনুযায়ী তৈরি হয়। আপামর জনসাধারণের কাছে গেলে তাদের অবস্থান ভিন্ন হবে।”
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “গত এক মাসে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে। সরকারের এই দৃষ্টিহীনতা নিয়ে সমালোচনা করলে বলা হচ্ছে, এক-এগারোর পুনরাবৃত্তি হবে। এ ধরনের ভয় দেখানো অনুচিত।”
রিজভী অভিযোগ করেন, “গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু জনগণ দেখতে চায়, এই সরকার নিরপেক্ষভাবে কাজ করছে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার পদক্ষেপ নিচ্ছে। শেখ হাসিনার ‘আগে উন্নয়ন, পরে গণতন্ত্র’ নীতির পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না।”
এর আগে রুহুল কবির রিজভী ও দলীয় নেতারা আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
Leave a Reply