১৫ হাজার নতুন যোদ্ধা যুক্ত হয়েছে হামাসে

১৫ হাজার নতুন যোদ্ধা যুক্ত হয়েছে হামাসে

আন্তজার্তিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার সশস্ত্র যোদ্ধা নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বধীনতাকামী গোষ্ঠী হামাস।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে হামাস ১০ থেকে ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে, যা ইসরায়েলের জন্য হুমকি বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কংগ্রেসের সূত্রগুলো জানিয়েছে, দেড় বছরের যুদ্ধে প্রায় একই সংখ্যক হামাসের যোদ্ধা নিহত হয়েছে। হামাস অব্যাহতভাবে নতুন নতুন সদস্য নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশই তরুণ ও অপ্রশিক্ষিত।

এর আগে গত ১৪ জানুয়ারি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছিলেন, হামাস এ পর্যন্ত যত সংখ্যক যোদ্ধা হারিয়েছে, ঠিক তত সংখ্যক নতুন যোদ্ধা আবার নিয়োগও দিয়েছে। ফলে গাজা উপত্যকায় একটি স্থায়ী যুদ্ধ চলার আশঙ্কা রয়েছে।

তবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গাজাযুদ্ধে প্রায় ২০ হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে। সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published.