নেতানিয়াহুর ‘অশুভ কৌশল’ নিয়ে সমালোচনা: হামাস

নেতানিয়াহুর ‘অশুভ কৌশল’ নিয়ে সমালোচনা: হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শাসনক্ষমতায় থাকা সংগঠন হামাস অভিযোগ করেছে যে, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘অশুভ কৌশল’ অবলম্বন করছেন।

হামাসের দাবি, ইসরায়েল সরকার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় অনাগ্রহী। আগামী ১ মার্চ চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে, তার আগেই হামাস ও ইসরায়েলের মধ্যে পরবর্তী পর্যায় নিয়ে সমঝোতায় পৌঁছানোর কথা ছিল।

এই প্রেক্ষাপটে হামাস নেতানিয়াহুর বিরুদ্ধে চুক্তির ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ করার অভিযোগ তুলেছে। গতকাল শনিবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাঈম বলেন,

“আমরা বিশ্বাস করি, যুদ্ধবিরতি চুক্তিকে অকার্যকর করার এক অপচেষ্টা চলছে, যার মাধ্যমে নতুন করে সংঘাত উসকে দেওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে।”

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চলমান যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং চুক্তির সব শর্ত মেনে চলছে।

তবে হামাসের অভিযোগ, ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করছে। চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদকালে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এছাড়া নেতজারিম করিডর থেকে সেনা প্রত্যাহারও স্থগিত রাখা হয়েছে।

গতকাল হামাস চুক্তির শর্ত মেনে ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে, তবে ইসরায়েল এখনো ৬২০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়নি।

Leave a Reply

Your email address will not be published.