ট্রাম্প ও ট্রুডোর মধ্যে কী আলোচনা হলো?

ট্রাম্প ও ট্রুডোর মধ্যে কী আলোচনা হলো?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল শনিবার টেলিফোনে কথা বলেছেন।

ট্রুডোর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং অবৈধ ফেন্টানাইল বাণিজ্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

আগামীকাল সোমবার জি-৭ নেতারা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব, ইউরোপীয় ইউনিয়নের প্রধান এবং রোমানিয়া ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। তার আগে ট্রাম্প ও ট্রুডো নিজেদের মধ্যে মতবিনিময় করেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ও ট্রুডো উভয়েই তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে আগ্রহী।

এক বিবৃতিতে হোয়াইট হাউস আরও বলেছে, দুই নেতা আগামীকালের (সোমবার) আলোচনার জন্য আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published.