হান্নান মাসউদের পথসভায় হামলা: দোষীদের গ্রেপ্তারের দাবি সারজিস আলমের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এই দাবি জানান।
সারজিস আলম লিখেছেন, “গতকাল আমার সহযোদ্ধা আবদুল হান্নান মাসউদের ওপর বিএনপির কিছু নেতাকর্মী যে হামলা চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বিএনপির লজ্জিত হওয়া উচিত। বিগত ১৬ বছরে দলটি স্বৈরাচারী দুঃশাসনের শিকার হয়েছে, কিন্তু আজ তারাই রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে। এটি হতাশাজনক।”
তিনি আরও লেখেন, “বিএনপি এখন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। অতীতে তারা যে দমন-পীড়নের শিকার হয়েছে, তা তাদের মনে রাখা দরকার। একইভাবে, আওয়ামী লীগের বিগত ১৬ বছরের শাসনে কী কী অন্যায়-অত্যাচার হয়েছে, সেটিরও মূল্যায়ন প্রয়োজন। বিএনপিকে বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে হবে।”
সারজিস আলম আরও বলেন, “বর্তমান প্রজন্ম আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন ও সক্রিয়। পরিবর্তনের গতিও এখন অনেক দ্রুত। বিএনপির উচিত এই সময়টাকে গুরুত্ব সহকারে নেওয়া। যারা সন্ত্রাসী কায়দায় হান্নান মাসুদের ওপর হামলা চালিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
প্রসঙ্গত, সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটে। এতে তিনিসহ অন্তত ২০ জন আহত হন। ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এনসিপি রাতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
Leave a Reply