সেন্সরের বাধা পেরিয়ে মুক্তির পথে ‘দাগি’

সেন্সরের বাধা পেরিয়ে মুক্তির পথে ‘দাগি’

সেন্সরের গণ্ডি পেরিয়ে মুক্তির পথে ‘দাগি’

শেষ পর্যন্ত মুক্তির ছাড়পত্র পেল ‘দাগি’। যেমন শাস্তি শেষ করে দাগি আসামি কারাগার থেকে মুক্ত হয়, ঠিক তেমনি সেন্সরের পরীক্ষা-নিরীক্ষা উতরে এবার সবার সামনে আসতে প্রস্তুত সিনেমাটি। ২৪ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পর ‘দাগি’ ঈদ উপলক্ষে মুক্তির দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল।

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে আলোচনায় থাকা ‘দাগি’ এবার প্রদর্শনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটি পেয়েছে ইউ গ্রেড (ইউনিভার্সাল গ্রেড), যার ফলে সব বয়সীরাই এটি উপভোগ করতে পারবেন।

এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘দাগি’র টিজার, রোমান্টিক গান ও অফিসিয়াল পোস্টার, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সেই উচ্ছ্বাস আরও বেড়েছে, কারণ এবার ঈদে কোনো বাধা ছাড়াই সারা দেশে সিনেমাটি মুক্তি পাবে।

সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় শুটিং হওয়া এই সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে। সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক শিহাব শাহীন

Leave a Reply

Your email address will not be published.