ঈদ আনন্দমেলায় একক পরিবেশনায় রুনা লায়লা
উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা বরাবরই ঈদ আনন্দমেলায় বিশেষ চমক হয়ে আসেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে ভিন্নতা থাকছে পরিবেশনায়—গতবার যেখানে তার সঙ্গে গেয়েছিলেন নতুন প্রজন্মের চার শিল্পী, এবার একাই মঞ্চ মাতাবেন এই কিংবদন্তি।
আজ (সোমবার) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিজস্ব অডিটরিয়ামে ‘ঈদ আনন্দমেলা’ অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেবেন তিনি।
জানা গেছে, এবারের ‘আনন্দমেলা’-তে থাকবে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার কিছু স্কিট ও আরও নানা চমকপ্রদ আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন।
প্রসঙ্গত, নাবিলা ২০১৮ সালে প্রথমবার ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছিলেন, তখন তার সঙ্গে ছিলেন সজল নূর। সাত বছর পর আবারও এই বিশেষ আয়োজনে ফিরছেন তিনি।
Leave a Reply