গাজীপুরের চন্দ্রায় বন্ধ হওয়া একটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সকাল ৯টার দিকে চন্দ্রা মোড় এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন, যা বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলছিল। মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রা মোড় এলাকায় মাহামুদ জিন্স লিমিটেড নামের একটি কারখানা সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয়। এই কারখানায় কাজ করতেন ৬০০-৭০০ শ্রমিক। আজ তাদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করার কথা ছিল। সকাল থেকেই শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে, আজ পাওনা পরিশোধ সম্ভব নয় এবং এ সংক্রান্ত একটি নোটিশ কারখানার গেটে টাঙিয়ে দেয়।
নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনেই বিক্ষোভ শুরু করেন এবং পরে চন্দ্রা মোড়ে মহাসড়ক অবরোধ করেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. আজাদ জানান, কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর অনেক শ্রমিক অন্যত্র চাকরি নিয়েছেন, তবে কিছু শ্রমিক এখনো বেকার রয়েছেন। আজ তাদের দুই মাসের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করার কথা থাকলেও তা না হওয়ায় তারা বিক্ষোভে নেমেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
Leave a Reply