আগামী বছর দেশে নির্বাচিত সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে তিনি পরিষ্কার করে বলেছেন, এটি তাঁর ব্যক্তিগত মতামত, শেষ পর্যন্ত কী ঘটবে, তা নিশ্চিত নয়।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর মধ্যে পদ্মা সেতুর মতো ভালো উদ্যোগ ছিল। তবে অনেক প্রকল্প কেবল সুখ্যাতি অর্জনের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল, যেগুলো পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সমতামূলক সমাজ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের সংকটে রয়েছে। দেশে অনেক টাকা পাচার হয়েছে, ব্যাংকের অর্থের বড় অংশ বাইরে চলে গেছে। এমনকি বড় প্রতিষ্ঠানগুলোর স্থিতিপত্রে অর্থ থাকলেও বাস্তবে তা দেশের ভেতরে নেই। শ্রমিকদের মজুরি দেওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, সম্পদের এই স্বল্পতার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো কঠিন। উদাহরণ দিয়ে তিনি বলেন, ডায়ালাইসিস মেশিন কেনা হবে নাকি জনস্বাস্থ্যে বিনিয়োগ করা হবে—এটি এখন একটি নৈতিক দোটানার বিষয়। এই জটিল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াও সহজ নয়।
এদিকে, গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামী নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই ঘোষণা করা হবে। অন্যরা এ বিষয়ে যা বলছেন, তা তাঁদের নিজস্ব মতামত।
Leave a Reply