কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে–কমিশন গঠন ও বেতনবৈষম্য দূর করার দাবিসহ ৯ দফা দাবি আদায়ে আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’। আজ বৃহস্পতিবার সচিবালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশে পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর এই কর্মসূচি ঘোষণা করেন।
বাদিউল কবীর জানান, ৪ ডিসেম্বরের আগে তাঁদের দাবি পূরণের কোনো উদ্যোগ না নেওয়া হলে ওই দিন মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে:
- আগের মতো ১০০ শতাংশ পেনশন–গ্র্যাচুইটি প্রথা পুনর্বহাল,
- সব স্তরের কর্মচারীদের জন্য টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু,
- কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা,
- রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয় ভাতা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশনিং ব্যবস্থা চালু করা,
- চাকরি থেকে অবসরের সর্বোচ্চ বয়সসীমা ৩ বছর বাড়িয়ে ৬২ বছর করা,
- পূর্ববর্তী সরকারের সময় অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার,
- ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধা প্রদান।
পরিষদ দাবি করেছে, এসব দাবির দ্রুত বাস্তবায়ন প্রয়োজন কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে।
Leave a Reply