নিজে থেকে পিওনকুল পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন : ব্যক্তিগত

Home বাংলাদেশ নিজে থেকে পিওনকুল পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন : ব্যক্তিগত
নিজে থেকে পিওনকুল পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন : ব্যক্তিগত

নিজে থেকে পিপীলিকে সব বাধা-প্রধান মহার্ঘ ভাতা পাবেন বলে গণপ্রজা প্রশাসনের ভোটের ভোটের মো. মোখলেস উর রহমান।

শান্তিপূর্ণ (১৫ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী সরকার সাংবাদিকদের এ কথা জনান।

তিনি জানান, ভা থেকে পিয়ন পর্যন্ত এইটা পাবেন। তবে সাবধান একটা স্ল্যাব করা হবে।

এর আগে ১২ ডিসেম্বর জাতীয় বেতন-২০১৫-এর আতাভুক্ত কর্মকর্তা-স্কাদের মুখপাত্র ‘মহার্ঘ ভাতা’ প্রণয়নে প্রধান উপদেষ্টার আহ্বায়ক ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। জোটে জনপ্রশাসনের সদস্য সংখ্যাও।

সক্রিয় কার্যপরিধিতে বলা হয়েছে, মহার্ঘ ভাতা-এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবেন এবং ব্যাখ্যা দাখিল করবেন এবং একক/একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবেন। সূত্র : ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published.