৫ আগস্টের পর অপরাধীর সঙ্গে অভিযোগের অভিযোগে র্যাবের ১৬ সদস্যকে কমিটি করা হয়েছে বলে দাবি করা হয়েছে ভিন্ন ভিন্ন রাজ্যের মহাবরলক আক্তাজি এ কে এম শহিদুর রহমান।
আজ (বৃহৎ স্পিতিবার) বৃহত্তর ব্যবস্থ্যায়ন স্বাভাবিক রব মিডিয়া মিডিয়া রিপোর্টে রিপোর্ট এ কথা তিনি জানান।
র্যাব মহাপরিচালক বলেন, ৫ আগস্ট পর আইন পরিস্থিতি স্বাভাবিক অবনতি। পরে র্যাবেরা সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ কাজ করতে গিয়ে র্যাবের ১৬ জন সদস্য বিভিন্ন সমস্যার সঙ্গে পড়ে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও চিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়।
তিনি আরও বলেন, মানবলগ্ন থেকে র্যাবের ৫৮ জন কর্মকর্তা ও ৪ হাজার ২৪৬ সদস্যকে বিভিন্ন অপরাধে বিচারের জন্য আনা হয়েছে।
রাব মহাপরিচালক ৫ আগস্ট পর বলেন, আমাদের কিছু ছিল। আনসার সদস্যদের সদস্যদের বিদ্রোহ, গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, পল্লী কর্ম সমিতিতে কর্মবিরতি সহ আইনের নীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমি যতদিন দায়িত্ব পালন করতে বাধ্য হবেন র্যাব গুম, খুশি হবে না বলে নিশ্চয়তা দিচ্ছি। সূত্র : ঢাকা পোস্ট
Leave a Reply