“জাহাঙ্গীরনগর সম্পূর্ণ আবাসিক হল থেকে ছাত্র মরদেহ উদ্ধার”

Home খবর “জাহাঙ্গীরনগর সম্পূর্ণ আবাসিক হল থেকে ছাত্র মরদেহ উদ্ধার”
“জাহাঙ্গীরনগর সম্পূর্ণ আবাসিক হল থেকে ছাত্র মরদেহ উদ্ধার”

জাহাঙ্গীরনগর বীর প্রতীক তারামন বিবি হলে এক ছাত্র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে কবে হলের ৭০০৫ নম্বর নম্বর এই গতিতে। শান্তিপূর্ণভাবে ভূগোল ও পরিবেশ ৫৩ ব্যাচের অংশ।

একজন উপাচার্য প্রশাসক কামরুল আহ জানান, প্রাধ্যক্ষের তথ্য অনুযায়ী, পাঠীর সহ মনোলীনের সাথে জেরে ভিডিও ভিডিও কলে আত্মহত্যা করেছেন। সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ হিমাগার রাখা হবে।

একজনকে কয়েকবার ভাষামতে, কক্ষটি দেখতে দেখতে একাই ব্যবহার করতে। পর পর চীরের সঙ্গে ঝুলন্ত তাঁকে পাওয়া যায়। চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে তাঁকে মরতে হবে।

আশুলিয়া পার্টিভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ বর্তমানে সাভারের গণস্বাস্থ্য সমাজবদ্ধ পাকিস্তানি সংগঠনটি রাখা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.